Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Senior Information Officer's Office Pabna information portal, click on our social media link on the right side to visit. thank you


Service Guideline

                                                প্রচারের মাধ্যমে সেবা প্রধান

গণযোগাযোগ অধিদপ্তর অর্পিত দায়িত্বের আলোকে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের কর্মসূচি পালন করে ।

                                               সেবা প্রদানের বিষয়গুলো হলো:

 

#  নারী শিক্ষা                                                    #  বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

# শিশু ও নারী অধিকার                                          # প্রজনন স্বাস্থ্য

# জন্ম নিয়ন্ত্রণ                                                     # নারী পুরুষের বৈষম্য হ্রাস                         

# নারী প্রতি সহিংসতা প্রতিরোধ                                   # নিরাপদ মাতৃত্ব                                     

# বাল্য বিবাহ রোধ                                               # যৌতুক প্রতিরোধ                                 

#  টিকাদান কর্মসূচি                                              # এইচআইভি/এইডস প্রতিরোধ                

# নারী ও শিশু পাচার প্রতিরোধ নিরাপদ                         # মাদক দ্রব্যের অপব্যবহার রোধ                 

# স্যানিটেশন                                                      # বৃক্ষরোপন                                             

# বার্ড ফ্লু প্রতিরোধ                                                 # মৎস্য এবং হাস-মুরগী ও গবাদি পশু পালন     

# কুটির শিল্প                                                       # আত্বকর্মসংস্থান ও যুব উন্নয়ন         

# নির্বাচনী প্রচার                                                   # সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার

# দুর্নীতি, সন্ত্রাস, কালো টাকা ও ভেজাল বিরোধী প্রচারণা পরিচালনা

 

                                        ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সেবা প্রদান

 নারী শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, প্রজনন স্বাস্থ্য,  জন্ম নিয়ন্ত্রণ, নারী পুরুষের বৈষম্য হ্রাস,নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ রোধ,  যৌতুক প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, এইচআইভি/এইডস প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, স্যানিটেশন, বৃক্ষরোপন, বার্ড ফ্লু প্রতিরোধ, মৎস্য এবং হাস-মুরগী ও গবাদি পশু পালন, কুটির শিল্প,  আত্বকর্মসংস্থান ও যুব উন্নয়ন, নির্বাচনি প্রচার,  সরকারের  বিভিন্ন  উন্নয়ন কর্মকান্ড, দুর্নীতি, সন্ত্রাস, কালো টাকা ও ভেজাল বিরোধী  ইত্যাদি বিষয়ে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করে জনগনের সাথে  সরকারের সেতু বন্ধন রচনা এবং জীবন মান উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তর নিযমিত কর্মসুচি প্রদান করে যাচ্ছে ।

 

                                      উদ্বুদ্ধকরণ  লোকসংগীতানুষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান

 

গণযোগাযোগ অধিদপ্তর লোকসংগীতানুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে দেশের জনগনকে তাদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে উদ্বুদ্ধ করে । 

# সেমিনার/মহিলা সমাবেশ, আলোচনা সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সেবাদান

# কথামালা, খন্ড সমাবেশ ও সড়ক প্রচারের বৈঠকের মাধ্যমে সেবাদান

#  পি এ ই কভারেজ দান ও ভাষণ যন্ত্র স্থাপনের মাধ্যমে সেবাদান

# সেমিনার,মহিলা সমাবেশ, আলোচনা সভা,কমিউনিটি সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সেবাদান

# কিশোর মেলা, শিশু মেলা ও নারী উন্নয়ন মেলার আয়োজনের মাধ্যমে সেবাদান

# সিনেমা হল পরিদর্শন ও অশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহনের মাধ্যমে সেবাদান

# পাক্ষিক জনমত প্রতিবেদন তৈরী,সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত ও প্রকাশের মাধ্যমে সেবাদান

# পোস্টার,লিফলেট ও প্রচার পুস্তিকা বিতরণের মাধ্যমে সেবাদান

# প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে সেবাদান

# স্থানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও মালিকদের সাথে প্রচার কাজের সমন্বয়ের মাধ্যমে সেবাদান

জনগনকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যাণমূখি প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব । সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহন নিশ্চিত হলেই কাঙ্খিত উন্নয়ন লাভ করা সম্ভব হবে । এর ফলে জনগনের সাথে সরকারের একটি সেতু বন্ধন স্থাপিত হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলেই এ অধিদপ্তরের প্রত্যাশা ।