প্রচারের মাধ্যমে সেবা প্রধান
গণযোগাযোগ অধিদপ্তর অর্পিত দায়িত্বের আলোকে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের কর্মসূচি পালন করে ।
সেবা প্রদানের বিষয়গুলো হলো:
# নারী শিক্ষা # বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
# শিশু ও নারী অধিকার # প্রজনন স্বাস্থ্য
# জন্ম নিয়ন্ত্রণ # নারী পুরুষের বৈষম্য হ্রাস
# নারী প্রতি সহিংসতা প্রতিরোধ # নিরাপদ মাতৃত্ব
# বাল্য বিবাহ রোধ # যৌতুক প্রতিরোধ
# টিকাদান কর্মসূচি # এইচআইভি/এইডস প্রতিরোধ
# নারী ও শিশু পাচার প্রতিরোধ নিরাপদ # মাদক দ্রব্যের অপব্যবহার রোধ
# স্যানিটেশন # বৃক্ষরোপন
# বার্ড ফ্লু প্রতিরোধ # মৎস্য এবং হাস-মুরগী ও গবাদি পশু পালন
# কুটির শিল্প # আত্বকর্মসংস্থান ও যুব উন্নয়ন
# নির্বাচনী প্রচার # সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার
# দুর্নীতি, সন্ত্রাস, কালো টাকা ও ভেজাল বিরোধী প্রচারণা পরিচালনা
ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সেবা প্রদান
নারী শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, প্রজনন স্বাস্থ্য, জন্ম নিয়ন্ত্রণ, নারী পুরুষের বৈষম্য হ্রাস,নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, এইচআইভি/এইডস প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, স্যানিটেশন, বৃক্ষরোপন, বার্ড ফ্লু প্রতিরোধ, মৎস্য এবং হাস-মুরগী ও গবাদি পশু পালন, কুটির শিল্প, আত্বকর্মসংস্থান ও যুব উন্নয়ন, নির্বাচনি প্রচার, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, দুর্নীতি, সন্ত্রাস, কালো টাকা ও ভেজাল বিরোধী ইত্যাদি বিষয়ে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করে জনগনের সাথে সরকারের সেতু বন্ধন রচনা এবং জীবন মান উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তর নিযমিত কর্মসুচি প্রদান করে যাচ্ছে ।
উদ্বুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান
গণযোগাযোগ অধিদপ্তর লোকসংগীতানুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে দেশের জনগনকে তাদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে উদ্বুদ্ধ করে ।
# সেমিনার/মহিলা সমাবেশ, আলোচনা সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সেবাদান
# কথামালা, খন্ড সমাবেশ ও সড়ক প্রচারের বৈঠকের মাধ্যমে সেবাদান
# পি এ ই কভারেজ দান ও ভাষণ যন্ত্র স্থাপনের মাধ্যমে সেবাদান
# সেমিনার,মহিলা সমাবেশ, আলোচনা সভা,কমিউনিটি সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সেবাদান
# কিশোর মেলা, শিশু মেলা ও নারী উন্নয়ন মেলার আয়োজনের মাধ্যমে সেবাদান
# সিনেমা হল পরিদর্শন ও অশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহনের মাধ্যমে সেবাদান
# পাক্ষিক জনমত প্রতিবেদন তৈরী,সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত ও প্রকাশের মাধ্যমে সেবাদান
# পোস্টার,লিফলেট ও প্রচার পুস্তিকা বিতরণের মাধ্যমে সেবাদান
# প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে সেবাদান
# স্থানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও মালিকদের সাথে প্রচার কাজের সমন্বয়ের মাধ্যমে সেবাদান
জনগনকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যাণমূখি প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব । সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহন নিশ্চিত হলেই কাঙ্খিত উন্নয়ন লাভ করা সম্ভব হবে । এর ফলে জনগনের সাথে সরকারের একটি সেতু বন্ধন স্থাপিত হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলেই এ অধিদপ্তরের প্রত্যাশা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS