Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র  তথ্য অফিসারের কার্যালয় পাবনা  এর তথ্য বাতায়নে স্বাগতম, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করুন । ধন্যবাদ  


শিরোনাম
পাবনা জেলায় বতর্মান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উল্লেখযোগ্য যে সকল উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে তার বিবরণ
ডাউনলোড

উন্নয়ন কর্মকান্ডের চিত্র

পাবনা  জেলায় বতর্মান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত  উল্লেখযোগ্য যে সকল উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে  তার একটি তালিকা নিম্নের ছকে তুলে ধরা হলো।

বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহ

ক্র: নং

প্রকল্পের নাম

ব্যয়িত অর্থের পরিমাণ(লক্ষ টাকায়)

বাস্তবায়নকারী সংস্থা

রুপপুর পারমানবিক বিদ্যুৎে কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় আবাসন পল্লী নির্মাণ প্রকল্প

২১৩২৭.০০

গণপূর্ত  বিভাগ,পাবনা

চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবন নির্মান প্রকল্প

১৯৭৫.৮৩

’’

পাবনা মেরিন একাডেমি নির্মাণ প্রকল্প

১০৫৮৫.৩০

পাবনা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী  হোস্টেল  নির্মাণ

১৩৬০.০০

পাবনা জেলা জজ আদালত ভবনে উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্প

২৩০.৮৯

পাবনা টেক্সটাইল ইনষ্টিটিউটকে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নতিকরণ প্রকল্প

২১৯৮.০০

দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মাণ স্থাপন  শীর্ষক প্রকল্পের আওতায় পাবনা জেলার চাটমোহর/ফরিদপুর/সুজানগর/কাশিনাথপুর

৪৬৮.৪৭

পাবনা জেলার বিভিন্ন উপজেলায়  ১১০৪.৬০ কি:মি: সড়ক উন্নয়ন

৪৭৫৮০.৬২

এলজিইডি, পাবনা

পাবনা জেলার বিভিন্ন   ‍উপজেলায় ৩৮১৫.৯৯  মিঃ ব্রিজ/ কালভার্ট নির্মাণ

২২৭৪৮.১৯

১০

পল্লীসড়ক ও কালভার্ট রক্ষণাবেক্ষণ (সড়ক) ৬৪৮ কিঃমিঃ

৮৭৪৫.৫৭

১১

পাবনা হতে বাঁধের হাট ভায়া নাজিরগঞ্জ ফেরীঘাট হয়ে রাজবাড়ী জেলার সাথে সংযোগ সড়ক  নির্মাণ প্রকল্প

৩৮৮৩.৫৪

সড়ক বিভাগ , পাবনা

১২

পাবনা-পাকশী (রুপপুর মোড় পর্যন্ত) ইপিজেড সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প

২০১৫.০০

১৩

সুজানগর হতে লালন-শাহ্ সেতু পর্যন্ত (মুজিব বাঁধের উপর) সড়ক নির্মাণ  প্রকল্প

৪০০৪.০০

১৪

 নির্বাচিত ১১টি বেসরকারী কলেজ সমূহের ৪-তলা ভীত বিশিষ্ট  ৪-তলা (পূর্ণাঙ্গ ভবন)  একাডেমিক ভবন নির্মাণ

২২৪৫.৮৩

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,পাবনা

১৫

কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বেড়া ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর, বেড়া ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবন  নির্মাণ

৮৪.৯০১৭২৮

১৬

পাবনা জেলার ঈশ্বরদী হতে ঢালারচর পর্যন্ত ৭৮.৮কি:মি: রাস্তা, ১০কি:মি: লুপ ও ১১টি স্টেশন নির্মাণ প্রকল্প

১৭০০০০০ 

বাংলাদেশ বেলওয়ে,পাবনা।

১৭

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কোমরপুর হতে  সাড়া-ঝাউদিয়া পর্যন্ত এবং  নাটোর জেলার লালপুর উপজেলার  তিলকপুর হতে গৌরীপুর পর্যন্ত পদ্মা নদীর বামতির  সংরক্ষণ প্রকল্প

২২৬০৪.৯১

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পাবনা।

১৮

পাবনা জেলার  সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে পদ্মানদীর বাম-তীর  ভাঙ্গনরোধ এবং বেড়া উপজেলার নগরবাড়ী হতে কাজিরহাট পর্যন্ত যমুনা নদীর ডানতীর ভাঙ্গনরোধ প্রকল্প

২১৯০৬.৬০৩

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

বেড়া, পাবনা।

১৯

পাবনা জেলার আওতাধীন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি সিএসডিতে ১৫টি খাদ্যগুদাম মেরামত প্রকল্প 

২৬২.০০৩৫৩

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়,পাবনা

২০

সিভিল সার্জন অফিস ভবন নির্মাণ

৪১৩.৬৪

স্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর,পাবনা

এছাড়া ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দপ্তর অনেকগুলো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে গণপূর্ত বিভাগ ২০১৫-১৬ অর্থ বছরে ১৬৬০.০০ লক্ষ টাকা ব্যয়ে পাবনা নার্সেস ট্রেনিং ইনষ্টিটিউটকে নার্সেস কলেজে উন্নয়নকরণ ২৭৩.৮৪ লক্ষ টাকা ব্যয়ে  আমিনপুর থানার সাগরকান্দি পুলিশ ফাঁড়িতে টাইপ-২ অনুযায়ী ৬ তলা ভীত বিশিষ্ট ২ তলা পুলিশ ফাঁড়ি,  ১৩৬.৭১ লক্ষ টাকা ব্যয়ে বেড়া  থানায় সার্কেল এএসপি অফিস কাম বাসভবন নির্মাণ করা হয়েছে।  ১৭৬.৩৩ লক্ষ  টাকা ব্যয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোষ্টেল, ৬৭.৮৯ লক্ষ টাকা ব্যয়ে চাটমোহর উপজেলায় ছাইকোলা ইউনিয়নে ২ তলা ভীত বিশিষ্ট ১ তলা  ইউনিয়ন ভূমি অফিস, ৬০.৫৪ লক্ষ টাকা ব্যয়ে আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নে ২ তলা ভীত বিশিষ্ট ১ (এক) তলা ইউনিয়ন ভূমি অফিস, ৬৭.১৫ লক্ষ টাকা ব্যয়ে ঈশ্বরদী  উপজেলার সাড়া ইউনিয়নে ২- তলা ভীত বিশিষ্ট ১ (এক) তলা ইউনিয়ন ভূমি অফিস, ৬৭.২৯ পাকশী ইউনিয়নে ২-তলা ভীত বিশিষ্ট ১ (এক) তলা  ইউনিয়ন ভূমি অফিস, ৬২.৯১ লক্ষ টাকা ব্যয়ে সলিমপুর ইউনিয়নে ২-তলা ভীত বিশিষ্ট ১ (এক) তলা  ইউনিয়ন  ভূমি অফিস, ৬৬.১৭ লক্ষ টাকা ব্যয়ে লক্ষীকুন্ডা ইউনিয়নে ২- তলা ভীত বিশিষ্ট ১ (এক) তলা  ইউনিয়ন ভূমি অফিস, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ৬৭.৮৯ লক্ষ টাকা ব্যয়ে ২ তলা  ভীত বিশিষ্ট ১(এক) তলা ইউনিয়ন  ভূমি অফিস, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নে ৬৭.০১ লক্ষ টাকা ব্যয়ে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ১৯৭৫.৮৩ লক্ষ টাকা ব্যয়সহ মোট বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

            পাবনা সড়ক বিভাগ ২০১৬-১৭ অর্থ বছরে ৮১৯.৯০ লক্ষ টাকা ব্যয়ে মাধপুর সাথিয়া-বেড়া প্রকল্প এবং ৬৩৬.৬৫ লক্ষ টাকা ব্যয়ে সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়ক প্রকল্পের ১০০% কাজ সম্পন্ন করেছে। এছাড়া ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১২টি প্রকল্পের ১০০% কাজ সম্পন্ন করেছে।

            ২০০৯-২০১৭ পর্যন্ত স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পাবনা ১৫৪৬.৩২ লক্ষ টাকা ব্যয়ে ৮টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ৪৭৮০.৬২ লক্ষ টাকা ব্যয়ে ১১০৪.৬০ কি.মি. সড়ক উন্নয়ন, ২৯৭.১৬ লক্ষ টাকা ব্যয়ে ৩৭টি ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য আবাসন ২২৭৪৮.১৯ লক্ষ টাকা ব্যয়ে ৩৮১৫.৯৯ মিটার ব্রিজ কালভার্ট ১১৫১.১৫ লক্ষ টাকা ব্যয়ে ১৮টি ইউনিয়ন পরিষদ ভবন, ২৬৭৫.২৩ লক্ষ টাকা ব্যয়ে ৪টি উপজেলা কমপ্লেক্স ভবন  সম্প্রসারণ নির্মান করা হয়েছে।

           পাবনা জেলা প্রকৌশল অধিদপ্তর ১৪৭৩৪৩০.২২ টাকা ব্যয়ে সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ ঈশ্বরদী, আটঘরিয়া পাইলট হাই স্কুল, ভাঙ্গুড়া পাইলট হাই স্কুলে আইসিটি ল্যাব নির্মাণের ১০০% কাজ সম্পন্ন করছে। ১৫,৪০,৯৯৬.২২ টাকা ব্যয়ে সাঁথিয়া পাইলট হাইস্কুল এবং শহীদ দুলাল গালস হাইস্কুল আইসিটি ল্যাব নির্মাণের ১০০% কাজ সম্পন্ন হয়েছে। ২২৪৯২.৭০৮০ ২৩৫ লক্ষ টাকা ব্যয়ে ২২৬টি বিদ্যালয় এবং কলেজের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করেছ।

        স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাবনা ৪২৯৩.৫০ লক্ষ টাকা ব্যয়ে ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ, ৮১৭.০৯ লক্ষ টাকা ব্যয়ে ৬৮টি কমিউনিটি ক্লিনিক, ৩৫০.৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৬৮.০৫ লক্ষ টাকা ব্যয়ে ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মান উন্নতিকরণ এবং ৬১.১৩ লক্ষ টাকা ব্যয়ে জেলা ইপিআই সেন্টার বিল্ডিংনির্মাণ সম্পন্ন করা হয়েছে।

              পাবনা জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০০৯-২০১৭ পর্য্ন্ত ৭২৯৯.২১ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে; তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল ৬৭২টি ওয়ার্ড ব্লক নির্মাণ, পানির জন্য ৩০১টি নলকুপ নির্মাণ, পাইপ লাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ নির্মাণ ৫টি, স্বল্পমূল্যের ল্যান্ট্রিন উৎপাদন, বিক্রয় ও বিনামূল্যে বিতরণ ১৪০৭৯ সেট এবং ৭৭টি কমিউনিটি ল্যান্ট্রিন পাবলিক টয়লেট নির্মাণ  সম্পন্ন  হয়েছে।

              পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ১৫৩৯ কিঃমিঃ নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ, ০৩টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ এবং নতুন বিদ্যুৎ গ্রাহকের পরিমাণ ১,৪৯,৯৯৭ জন । পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যেোগে ১,৬৬,৩৫৯ জন কে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়, ১৪৫০,৬৯০ কিঃমিঃ নতুন লাইন নির্মাণ, ৩টি নতুন উপকেন্দ্র নির্মাণ, সুজানগরে ১টি জোনার এবং সাঁথিয়াতে ১টি সাবজোনাল অফিস স্থাপন।

            জেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় ৯৯,৯৫,৭০১ টাকা ব্যয়ে ১টি অফিস নিমাণ , ৩৪৪১৯৫৩ টাকা ব্যয়ে পাবনা সদরে  এলএসডিতে ১০০ মেট্রিন টন ধারণ ক্ষমতা সম্পন্ন ২টি খাদ্য গুদাম , ৩৯৬৪৭৮৬৪ টাকা ব্যয়ে পাবনাতে এলএসডিতে ২০০০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন ২টি  এবং চাটমোহরে এল এস ডিতে ৫০০ মেঃ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি২৭৮৫৫৫.২৯৮ টাকা ব্যয়ে নুরপুর এলএসডিতে ৫০০ মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি আটঘরিয়া এল এসডিতে ৫০০ মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি সাঁথিয়াতে এল এসডিতে ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি ৪১৬৭০.৭০৩ টাকা ব্যয়ে বেড়া এল এসডিতে ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি মূলাডুলিতে ২০০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন ২টি ২১৩৫৭৪৪২৬ টাকা ব্যয়ে ভাঙ্গুড়া এলএসডিতে ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি এবং মূলাডুলি সি এসডিতে ১১০০০ মে.টন ক্ষমতা সম্পন্ন ১১টি নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

২০০৯-২০১৭ পর্যন্ত বিএডিসি (ক্ষুদ্র সেচ) ৮৩কিঃমিঃ খাল পুনঃখনন, ৯৯টি নতুন গভীর নলকুপ স্থাপন, ৪ টি পুরাতন অচল গভীর নলকূপ মেরামত ও পুনর্বাসন, ৯৯০০০ মিটার গভীর নলকূপ স্কীমে ইউপিভিসি পাইপ দ্বারা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ ৭১টি গভীর নলকূপ বৈদ্যুতিকরণ ১৭০টি গভীর নলকূপে স্মাট কাড প্রি-পেইড মিটার স্থাপন ৯৬০০ মিটার ৩২টি গভীর নলকূপ স্কীমে ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণ, ৩১টি ৬২০০মিটার গভীর নলকূপ স্কীমে ভূর্গস্থ সেচ নালা বর্ধিতকরণ, ৭২৭ জনকে প্রশিক্ষণ প্রদান এবং উপজেলা পর্যায়ে নতুন ২টি অফিস ভবন নির্মাণ ।

জেলা সমাজসেবা কার্যালয় ২০০৯-২০১৭ বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে আসছে । এ পর্যন্ত ৫৪৬৪৭ জনকে বয়স্ক ভাতা, ২৩৭৭০ জনকে বিধবা ভাতা, ১২৯৫১ জনকে প্রতিবন্ধী ভাতা এবং ২০১৩-২০১৭ পর্যন্ত ২১২জনকে দলিত ভাতা প্রদান করেছে।

জেলা মহিলা বিষয়ক কার্যালয় বিগত ৯ বছর বিভিন্ন ধরনের আর্থ-সামজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করেছে; এর মধ্যে ভিজিডি কমসূচি এর মাধ্যমে ১৭৮৭১৬ জনের মধ্যে ৪৯৮৬২.৬৮ মে.টন খাদ্য বিতরণ, ১৯১৭জন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা, ৭২৩০ জন ল্যাকটোট মাদার সহায়তা এবং ২৩০৪ জনকে ক্ষুদ্র ঋন প্রদান করে।

জেলা পরিষদ ২০১৬-১৭ অর্থবছরে ৮৬৭.৪০ লক্ষ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন জায়গায় রাস্তা, ব্রীজ, কালভারট , শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গোরস্থান, ল্যাট্রিন, স্মৃতিসৌধ, যাত্রী ছাউনী, ডাকবাংলো ইত্যাদির উন্নয়ন কাজের ৭০% বাস্তবায়ন সম্পন্ন করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৬-১৭অর্থবছরে ১৪৭৬৪০১০ টাকা ব্যয়ে ১৫২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। সেচ সহায়তা প্রকল্পে ১৪৬১৩৬জন কৃষকের মাঝে নগদ ১২০৬৭৮৬০০ টাকা প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৮২৭৫৫৭টি বৃক্ষের চারা বিরতণ করা হয়েছে।
 

জেলা তথ্য অফিস বর্তমান সরকারের সাড়ে ৮ বছরে বিভিন্ন কর্মসূচি আওতায় বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ, যৌতুক নিরোধ, শিশু ও নারী পাচার রোধ, ইভটিজিং, মা ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, সবার জন্য নিরাপদ পানি, সবার জন্য বিদ্যুৎ ইত্যাদি ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলার বিভিন্ন উপজেলায় নানা রকম প্রচার কৌশলে  চলচ্চিত্র প্রর্দশন ২৪৭৮টি, সংগীতানুষ্ঠান ৩৬০টি, পথ প্রচার ১১৫৪ টি, পিএই কভারেজ ৫৩০৪টি, ওরিয়েন্টেশন কর্মশালা  ১৭টি, আলোচনা সভা ৩৪টি, উঠান-বৈঠক ৬৭টি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উঠান-বৈঠক ২৬টি, মহিলা সমাবেশ ৪৭টি, প্রেসব্রিফিং ২১টি, শিশু  মেলা ১টি, রচনা প্রতিযোগিতা ২টি, ক্ষুদ্র ও খন্ড সমাবেশ ৯৩টি, অনলাইনে প্রচার ২৫টি ও  র‌্যালী ৫টি আয়োজন বাস্তবায়ন করেছে। এছাড়াও ৩,৫২,৮৩১  কপি পোস্টার/পুস্তিকা/লিফলেট  বিতরণ স্থাপন এবং ৫৪ বার সিনেমা হল পরিদর্শন করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর , সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।